Sunday, June 8, 2014

oDesk কি.......????



oDesk এখন বিশ্বের সবথেকে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। একটি পরিসংখানে দেখা যায় ওডেস্কে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে ৫৫ শতাংশ ধরে ফেলেছে।






অনলাইনে অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে, যেমন freelancer.com, elance.com, vworker.com ইত্যাদি ইত্যাদি। তবে এর মধ্যে ওডেস্ক বর্তমানে রয়েছে শীর্ষস্থানে। ওডেস্কের Hourly Payment সিস্টেম অনেক কার্যকরী এবং সুবিধাজন সিস্টেম। মূলত ওডেস্কের এই পজিশন এর জন্য Hourly Payment অনেকখানি দায়ী। এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে আছে পর্যাপ্ত কাজ, নতুন ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা। একেবারে ছোট থেকে বড় আকারের কাজ পাওয়া যায় বলে ওডেস্ক দিন দিন এগিয়েই চলছে। তাই আমি মনেকরি নতুনদের ওডেস্কই শুরুটা হওয়া উচিৎ যদিও অভিজ্ঞদের জন্যও ওডেস্ক দারুন। কথা বললাম কারন অভিজ্ঞরা মোটামুটি সবখানেই কাজ করতে পারেন কিন্তু অনভিজ্ঞদের জন্য সবযায়গা উপযুক্ত হয় না পেমেন্ট গ্যারান্টি, না বুঝতে পারা বিভিন্ন কারনে। এদিক দিয়ে ওডেস্ক হতে পারে সবথেকে দারুন যায়গা।
 









এখানে $4 থেকে শুরু করে অনেক হাজার হাজার ডলারের প্রজেক্ট আছে। কি কি কাজ আছে সেই কথা বলতে গেলে বলতে হয় যে এখানে আপনি সব ধরনের কাজ পাবেন। আপনি যদি সারাদিন মুভি দেখে কাটান তারপরও বলতে হয় আপনার জন্য মুভি রিভিউ লেখার কাজ আছে।



                                                                          


                                                                                                                              You Can Email Me

No comments:

Post a Comment